চট্টগ্রাম রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৩:১৯ অপরাহ্ণ

খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। খাগড়াছড়ি জেলা সদর ও ও পৌরসভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এ আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, শনিবার (২৭ সেপ্টম্বর) দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ১৪৪ ধারা বলবৎ থাকবে।

খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে সকাল সন্ধ্যা অবরোধ চলাকালে এখানে বিভিন্নস্থানে পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় প্রশাসনে এ উদ্যোগ নেন। অবরোধ চলাকালে আলুটিলা ও স্বনির্ভর এলাকায় দুটি গাড়ি ভাঙচুর করা হয়। গত মঙ্গলবার সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হন। এর প্রতিবাদে এ অবরোধ ডাকা হয়। শহরে প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট