চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

রাজস্থলীর বাঙ্গালহালিয়াতে  আগুনে নিঃস্ব এক পরিবার 

 রাজস্থলী সংবাদদাতা

২৬ সেপ্টেম্বর, ২০২৫ | ৫:৩৫ অপরাহ্ণ

রাঙ্গামাটি রাজস্থলীর বাঙ্গালহালিয়াতে  আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) সকাল আট টায় তিন নং বাঙ্গালহালিয়া  ইউনিয়নের যৌথ খামার লাল সাধু আশ্রম এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস আসার আগে সব পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ী, অসহায় টমটম চালক আবুল কালাম ও তার পরিবারের কেউ ছিলো না। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয়ে যায় টমটম চালকের পুরো ঘর। 

 

স্থানীয় বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান। ক্ষতিগ্রস্ত পরিবারকে  ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খাদ্য ও ত্রাণ সহায়তা দেয়া হবে এবং বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার কে জানিয়েছি। তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট জেলা প্রশাসক বরাবরে আবেদন করার জন্য বলেন। 

 

রাজস্থলী  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার জুয়েল বড়ুয়া  জানান, সকালে ঘটনার  খবর পেয়ে আমরা সাথে সাথে রওনা হই। যেতে যেতে সময় লাগায় একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছ।  

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট