
কক্সবাজারের চকরিয়া পৌরশহরে অবৈধভাবে দখল করে রাখা ফুটপাত দখলমুক্ত করেছে চকরিয়া উপজেলা প্রশাসন ও পৌরসভা। এসময় দুইশতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এসময় মহাসড়কের দুপাশে, ওয়াপদা রোড়, কাঁচাবাজার ও গার্লস স্কুল রোড়ে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন ধরণের ২শতাধিক ব্যবসা প্রতিস্টান উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ কার্যক্রমে চকরিয়া থানা পুলিশ, পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ফুটপাত দখল করে বিভিন্ন ব্যবসা প্রতিস্টান গড়ে ওঠায় সাধারণ মানুষ, হাসপাতালও স্কুলগামী শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়। এসব দূর্ভোগ লাগবে প্রশাসন সজাগ রয়েছে। এছাড়া এ ধরনের অভিযান চলমান থাকবে।
পূর্বকোণ/এএইচ