
থেমে থেমে বৃষ্টি হওয়ায় পানিতে টইটম্বুর কাপ্তাই হ্রদ। কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানি নেমে আসায় হ্রদে পানির উচ্চতা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে চতুর্থবারের ন্যায় ৬ ইঞ্চি করে ছাড়া হল কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ ব্যবস্থাপক প্রকৌশলী মাহামুদ হাসান।
তিনি জানান, উজান থেকে পানি নেমে আসায় হ্রদের পানি ক্রমেই বৃদ্ধি পাওয়ায় দরুণ ৬ ইঞ্জি করে ১৬টি জলকপাট ছাড়া হয়েছে। এতে করে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। বর্তমানে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৮.৪৬ ফুট মীনস সি লেভেল থাকায় অর্থাৎ বিপদ সীমার উপরে রয়েছে। কাপ্তাই বাঁধের পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।
উল্লেখ্য, চলতি মাসের ৮ সেপ্টেম্বর হ্রদে পানি কম থাকার দরুণ ১৬টি জলকপাট বন্ধ করা হয়েছিল।
পূর্বকোণ/পিআর