
চট্টগ্রামের ফটিকছড়িতে ভুয়া দাখিলা তৈরি করে দলিল রেজিস্ট্রি করার অভিযোগে এক দলিল লেখককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ অভিযান পরিচালন করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
সহকারী কমিশনার ভূমি মো. নজরুল ইসলাম জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় এবং অভিযুক্তের স্বীকারোক্তির প্রেক্ষিতে মোর্শেদ নামক এক দলিল লেখককে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
পূর্বকোণ/পিআর