চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

পটিয়ার হামিম ৫ দিন ধরে চন্দনাইশ থেকে নিখোঁজ

পটিয়ার হামিম ৫ দিন ধরে চন্দনাইশ থেকে নিখোঁজ

চন্দনাইশ সংবাদদাতা 

২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:৪৬ অপরাহ্ণ

পটিয়া ফারুকী পাড়ার হামিম ফারুকী (১৩) গত ২০ সেপ্টেম্বর সকাল থেকে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে তার মা নুসরাত জাহান বাদী হয়ে গত মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর রাতে চন্দনাইশ থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন।

 

ডায়েরি সূত্রে জানা যায়, পটিয়া ফারুকী পাড়ার মৃত ইছহাক ফারুকীর ছেলে হামিম ফারুকী (১৩) গত ২০ সেপ্টেম্বর সকালে দোহাজারীস্থ আত্মীয়ের বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তার মা নুসরাত জাহান বাদী হয়ে মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর চন্দনাইশ থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন। সে দোহাজারী একটি মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়।

 

চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার নিখোঁজ ডায়েরি দায়েরের কথা শিকার করে বলেছেন, শিশুটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট