
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে আসবাবপত্রসহ বসতঘর পুড়ে প্রায় ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার লালানগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চাঁদনগরে এই অগ্নিকাণ্ড ঘটে।
জানা গেছে, এলাকার স্থায়ী বাসিন্দা কাজী কাসেমের ছোট ভাই ছৈয়দুল হকের বাড়িতে আকস্মিক আগুন লেগে মুহূর্তেই পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয়রা জানায়, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ঘর থেকে কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে পরিবারের সদস্যরা একেবারে নিঃস্ব হয়ে পড়েন।
রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয়রা আগুন নিভিয়ে পেলে। আগুনের সূত্রপাত চুলা থেকে।
পূ্র্বকোণ/পারভেজ