
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দিনমজুর নিহতের ঘটনায় আশরাফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের কয়েকঘণ্টার মধ্যেই দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন কোদালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো. সেলিম বলেন, মামলার ১ নং আসামি আশরাফ আলী (২৮)কে ১২ ঘণ্টার মধ্যে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন কোদালা এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
প্রসঙ্গত, নিহত দিনমজুর রহমত ও প্রতিবেশী মো. রেজাউলের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। একইসঙ্গে ইট ভাঙানোর মজুরি নিয়েও রাতে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। স্থানীয়রা তাদের থামানোর চেষ্টা করলেও রেজাউলের পরিবার লাঠি ও ছুরি নিয়ে হামলায় জড়িয়ে পড়ে। গতকাল সোমবার রাতে হামলার একপর্যায়ে আশরাফ আলী রহমতের পেটে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/পারভেজ