চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

হালদায় অবৈধ জাল ও বড়শি জব্দ, জরিমানা
জব্দকৃত জাল ও বড়শি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে

হালদায় অবৈধ জাল ও বড়শি জব্দ, জরিমানা

রাউজান সংবাদদাতা

২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানের হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার মিটার কারেন্ট জাল ও ২০টি বড়শি জব্দ করেছে প্রশাসন। এ সময় দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দুইটা ১৫ মিনিট থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দুইঘন্টা এই অভিযান চালানো হয়।

 

বিষয়টি নিশ্চিত করে রাউজান সিনিয়র মৎস্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, জব্দকৃত জাল ও বড়শি ধ্বংস করা হয়েছে।

 

তিনি আরও বলেন,  হালদা নদীর উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট