
চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মো. সালেহ নামের আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টায় ঢাকা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।
মৃত মো. সালেহ চন্দনাইশ ছৈয়দাবাদের পর্দার ডেবা এলাকার মৃত আবদুল জলিলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মো. সালেহের ভাই মো.আরাফাত।
উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর ভোররাতে চন্দনাইশের বৈলতলী চরপাড়ায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।
পূর্বকোণ/আরআর/পারভেজ