
রাঙামাটির কাপ্তাইয়ে বিদেশি গাড়িভর্তি সিগারেটসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় একটি কার, ৪ হাজার ৪৯০ প্যকেট প্যাট্রন সিগারেট, এবং ২টি মোবাইল (যার আনুমানিক মূল্য ৫৯ লাখ ১১ হাজার টাকা) উদ্ধার করা হয়।
সোমবার (২২সেপ্টেম্বর) দুপুরে কাপ্তাই ১ নং গেইটে তল্লশি করে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. হুমায়ন কবির চেীধুরী ওরফে হিরো। তিনি উপজেলার চিৎমরম এলাকার মো.আক্তার হোসেনের ছেলে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু (ওসি) জানান, বিকালে কাপ্তাই ব্যাটেলিয়ন (৪১ বিজিবি) গাড়ি ও বিদেশি সিগারেটসহ আসামিকে থানায় হস্তান্তর করে। আসামিকে আইন মোতাবেক রাঙামাটি আদালতে সোপর্দ করা হবে।
পূর্বকোণ/পারভেজ