চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

৮ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ইয়াবাসহ গ্রেপ্তার রিয়াজ উদ্দিন (৩৬)

৮ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাতকানিয়া সংবাদদাতা

২২ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় ৮ হাজার পিস ইয়াবাসহ রিয়াজ উদ্দিন (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের খুনি বটতল এলাকার ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মো. রিয়াজ উদ্দিন হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, সাতকানিয়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রথমে রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট