
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সামাজিক সংগঠন “কাঞ্চনা বয়েজ ক্লাবের (২০২৬-২০২৭) নির্বাচন সম্পন্ন হয়েছে শনিবার (২০ সেপ্টেম্বর)।
জরুরি সভায় সংগঠনের নীতিনির্ধারকদের ভোটে সভাপতি পদে ব্যবসায়ী ও সমাজসেবক মঈন উদ্দীন হাসান এবং সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সম্পাদক সকলের পরামর্শের ভিত্তিতে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
কমিটি গঠনকল্পে আয়োজিত জরুরি সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি যথাক্রমে জসীম উদ্দীন, আবুল মোহসেন, শাহ মুহাম্মদ এমরান, দিদারুল আলম টিপু, বাবু দোলন দাশ, গিয়াস উদ্দীন, মোহাম্মদ মহিউদ্দিন ও প্রতিষ্ঠাতা সদস্য জনাব কাজী মোহাম্মদ এমরান প্রমুখ।
সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা সংক্ষিপ্ত সভায় বলেন, কাঞ্চনাকে একটি সুখী সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত জনপদে রুপান্তরিত কাজ করব আমরা। আজকে আপনারা যে দায়িত্ব আমাদের দিয়েছেন সে দায়িত্ব আমাদের কাছে আমানত। আমরা নেতা না হয়ে দায়িত্বশীল হতে চাই। ভুল করলে শুধরে দিবেন ও সংগঠনের উন্নয়নে পরামর্শ দিবেন।
পূর্বকোণ/ইবনুর