চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

টেকনাফে ২৬ ঘণ্টার অভিযানে অস্ত্রসহ ৩ পাচারকারী গ্রেপ্তার, ৮৪ ভুক্তভোগী উদ্ধার

টেকনাফে ২৬ ঘণ্টার অভিযানে অস্ত্রসহ ৩ পাচারকারী গ্রেপ্তার, ৮৪ ভুক্তভোগী উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

২২ সেপ্টেম্বর, ২০২৫ | ১:৫১ অপরাহ্ণ

টেকনাফের দুর্গম গহীন অরণ্যে পাচারের জন্য জমায়েত করা নারী-শিশুসহ ৮৪ জনকে উদ্ধার করেছে বিজিবি ও র‌্যাব। এদের মধ্যে ১৮ জন বাংলাদেশি নাগরিক এবং ৬৬ জন রোহিঙ্গা। এসময় তিন পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২টি বন্দুক, একটি বিদেশি পিস্তল এবং ৩ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রবিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাত পর্যন্ত টানা ২৬ ঘণ্টার এই অভিযানে তাদের উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার আব্দুল্লাহ (২১), রাজরছড়ার সাইফুল ইসলাম (২০) ও একই মো. ইব্রাহিম (২০)।

 

টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, বিজিবি ও র‌্যাব উপজেলার কচ্ছপিয়া, বড়ডেইল, রাজারছড়া, করাচিপাড়া, গোরামারা দুর্গম পাহাড়ি এলাকায় শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে টানা ২৬ ঘণ্টা বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মানবপাচারকারী একটি চক্রের কাছ থেকে পাচারের জন্য প্রস্তুত করা ৮৪ জন নারী-পুরুষ-শিশুকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৮ জন বাংলাদেশি নাগরিক এবং ৬৬ জন রোহিঙ্গা। এ সময় তিন মানব পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২টি দেশীয় বন্দুক, একটি বিদেশি পিস্তল এবং ৩ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়েছে।

 

তিনি আরও জানান, অস্ত্র, মাদক ও মানব পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতা ও সচেতনতা বাড়লে মানবপাচার ও সীমান্ত অপরাধ আরও কার্যকরভাবে দমন করা সম্ভব হবে। জনগণ চাইলে সরাসরি বিজিবির টোল ফ্রি নম্বর ০১৭৬৯৬০০৫৫৫-এ তথ্য দিয়ে সহায়তা করতে পারবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট