চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

পর্যটকদের কাছ থেকে বুকিংয়ের নামে টাকা হাতিয়ে নিতেন খাইরুল

পর্যটকদের কাছ থেকে বুকিংয়ের নামে টাকা হাতিয়ে নিতেন খাইরুল

কক্সবাজার প্রতিনিধি

২২ সেপ্টেম্বর, ২০২৫ | ১:২১ অপরাহ্ণ

কক্সবাজারের পর্যটন খাতে অস্থিরতা সৃষ্টিকারী চিহ্নিত প্রতারক ও শহরের সুগন্ধা বিচ এলাকায় ইলাফ ইন্টারন্যাশনাল হোটেলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ খাইরুল আমিনকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। পর্যটকদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে বুকিং না দিয়ে প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সোমবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে শহরের ঘোনারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মুহাম্মদ জানায়, মোহাম্মদ খাইরুল আমিন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শষীদল ইউনিয়নের বাসিন্দা মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। আর্থিক অনিয়ম ও ১৭ লাখ টাকা আত্মসাতের দায়ে গত ৬ জুলাই ইলাফ ইন্টারন্যাশনাল হোটেলের চাকরি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। চাকরি হারানোর পরও খাইরুল আমিন তার আগের পেশা ব্যবহার করে দেশ-বিদেশের পর্যটকদের সঙ্গে প্রতারণা চালিয়ে যান। তিনি বিভিন্ন মাধ্যমে পর্যটকদের কাছ থেকে হোটেল, বিমান, ট্রেন ও বাসের টিকিট বুকিংয়ের নামে টাকা হাতিয়ে নিতেন। নির্ধারিত সময়ে পর্যটকরা কক্সবাজার এসে দেখতেন কোনো বুকিংই নেই। ফলে তারা চরম হয়রানির শিকার হতেন। এতে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো।

 

পুলিশের তদন্তে এ পর্যন্ত ৫০ জনেরও বেশি ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে কক্সবাজার সদর থানায় প্রতারণার অভিযোগে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, কক্সবাজারের পর্যটনখাতে এ ধরনের প্রতারণা পর্যটকদের হতাশ করে। প্রায়ই অসাধু চক্র ভুয়া বুকিং এজেন্ট ও গাইড পরিচয়ে পর্যটকদের সঙ্গে প্রতারণা করে। পর্যটকদের উচিত যাচাই-বাছাই করে বুকিং বা লেনদেন করা এবং প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নেওয়া।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট