চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

হাটহাজারীতে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি: আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, হাটহাজারী

২১ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী মেখলে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনায় ফখরুল ইসলাম চৌধুরী রাব্বি (২৭) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার রাব্বি ফটিকছড়ির ধুরুং রাজঘাটের হাজী সালেহ আহম্মদ চৌধুরী বাড়ির হাজী এমদাদুল ইসলাম চৌধুরীর ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) রুপন নাথ।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিকে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে হাটহাজারীতে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে মো. মানিক (২৪) নামে এক যুবককে ফটিকছড়ি থেকে আটক করেছিল পুলিশ।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ জানান, ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনায় জড়িত ফখরুল ইসলাম চৌধুরী রাব্বি নামে যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের ব্যাপারে অভিযান অব্যাহত আছে।

পূর্বকোণ/শিমুল/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট