চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সাতকানিয়ায় দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
চট্টগ্রামের সাতকানিয়ায় শাহীন আক্তার (২৫) নামে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

বাড়ির ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু আনোয়ারায়

আনোয়ারা সংবাদদাতা

২১ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় ঘরের ছাদে কাপড় শুকানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ আসমা আক্তারের (২২) মৃত্যু হয়েছে।

নিহত আসমা আক্তার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের মো. তারেকের স্ত্রী।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বামী মো. তারেক বলেন, বিকেলে ভেজা কাপড় শুকাতে উঠে ছাদের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, বিষয়টি শুনেছি, খবরা-খবর নেওয়া হচ্ছে।

পূর্বকোণ/ এএইচ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট