চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

চন্দনাইশে কাভার্ডভ্যান-অটোরিক্সা সংঘর্ষ, একই পরিবারের পাঁচজনসহ আহত ৬

সংবাদদাতা, চন্দনাইশ

২১ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:১৬ অপরাহ্ণ

চন্দনাইশ দক্ষিণ হাশিমপুর খাঁন বটতল এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একই পরিবারের ৫ জনসহ ৬ জন আহত হয়েছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ হাশিমপুর খাঁন বটতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিক্সাটি ধুমড়ে-মুচড়ে যায়।

আহতরা হলেন- সাতকানিয়ার খাগরিয়া রসুলপুরের আবদুল মোতালেবের নিজাম উদ্দীন (৪০), তার স্ত্রী সায়মা আকতার সুমি (২৭), ছেলে মো. হাসান (১২), মেয়ে জান্নাতুল ফেরদৌস (৮), মেয়ে ওয়ারিয়া জান্নাত (৫) এবং অটোরিক্সা চালক আনোয়ারা এলাকার আবদুল হাকিম (৪৫)। তাদের স্থানীয়রা উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স ও বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে যায়। চালক আবদুল হাকিম গুরুতর হওয়ায় তাকে বিজিসি ট্রাস্ট হাসপাতালে ভর্তি রয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুল আলম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক ও হেলপার পলাকত রয়েছে। এই ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট