
রাঙামাটির কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট ১১দিন পর বন্ধ করল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃপক্ষ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ১৬টি জলকপাট কাপ্তাই বিউবো কর্তৃপক্ষ উপরের সিদ্ধান্ত মোতাবেক বন্ধ করে।
কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৮.২২ ফুট মীনস সি লেভেল থাকায় অর্থাৎ বিপদ সীমার নীচে থাকায় কেন্দ্রের ১৬টি জলকপাট একযোগে বন্ধ করে দেওয়া হয়েছে। চলতি মাসের ৮ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় তৃতীয় বারের মতো ৬ ইঞ্চি করে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ছেড়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে কাপ্তাই লেকের পানির উচ্চতা বাড়তে থাকায় লেক তীরবর্তী অঞ্চল ডুবে যাওয়ায় পানি ছাড়ার পরিমান সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত বাড়ানো হয়েছিল।কাপ্তাই লেকের পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল পর্যন্ত।
পূর্বকোণ/পারভেজ