চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রবাসী খুন
বায়ে নিহত মামুন ডানে অভিযুক্ত ফাহিম

ঘাতক যুবলীগ ক্যাডার লিটন বড়ুয়ার অনুসারী

চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রবাসী খুন

পটিয়া সংবাদদাতা

১৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৫:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় পূর্ব বিরোধের জেরে ফাহিম নামে এক যুবকের ছুরিকাঘাতে গুরুতর আহত প্রবাসী মোহাম্মদ মামুন (২৪) অবশেষে মারা গেলেন।

 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত মামুন উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেঙ্গাপাড়া গ্রামের মৃত আবুল বশরের ছেলে। ঘাতক ফাহিম যুবলীগ ক্যাডার লিটন বড়ুয়ার অনুসারী ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় ফাহিম (৩০) নামে এক যুবক মামুনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে এলোপাতাড়ি ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, পূর্ব বিরোধের জের ধরে দুই জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মামুনকে ছুরিকাঘাত করে ফাহিম। আজ ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট