
কক্সবাজারের আলোচিত বিএনপি নেতা নুরউদ্দিন খাঁনের বিরুদ্ধে কোরআন মাথায় রেখে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্তে গোপনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, তিনি আওয়ামী লীগ নেত্রী রোজিনা আক্তারকে রাজনৈতিক ও পুলিশি হয়রানি থেকে রক্ষা করার আশ্বাস দিয়ে এই অর্থ নিচ্ছেন।
অভিযোগকারী আওয়ামী লীগ নেত্রী রোজিনা আক্তার বলেন, ‘প্রথমে ভেবেছিলাম তিনি আমাকে বিপদ থেকে রক্ষা করবেন। কিন্তু টাকা দেওয়ার পরও তিনি আরও টাকার জন্য চাপ দেন। রাজি না হওয়ায় আমাকে হত্যার হুমকি দেন, এমনকি ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার কথাও বলেন।’
ঘটনাটি পুলিশের নজরে এসেছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান। তিনি বলেন, ‘ভিডিওটি আমরা দেখেছি। তবে আনুষ্ঠানিকভাবে কেউ আমাদের কাছে অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নিতে সহজ হতো। আমরা বিষয়টি খোঁজখবর নিচ্ছি।
এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত বিএনপি নেতা নুরউদ্দিন খাঁনের বিরুদ্ধে মানবপাচার, পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বারবার আইনের হাত থেকে রক্ষা পেয়েছেন। একজন স্থানীয় ব্যক্তি বলেন, ‘নুরউদ্দিনের নাম শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে যায়। অথচ তিনি কোরআন মাথায় রেখে টাকা নিচ্ছেন—এটা প্রতারণা নয়, ভয়ঙ্কর রসিকতা।’
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা নুরউদ্দিন খাঁন বলেন, ‘আমি এলাকার সমাজপতি। বিচার-শালিস সব আমি করি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।’
কেন কোরআন মাথায় রেখে টাকা নিয়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনি কোনো কথা না বলে ফোন কেটে দেন।
কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, ‘ঘটনাটি আমাদের নজরে এসেছে। প্রথমে তাকে শোকজ করা হবে। সঠিক ব্যাখ্যা না দিতে পারলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
পূর্বকোণ/পিআর/এএইচ