চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

হালদা থেকে সাড়ে ৪ হাজার মিটার জাল

হালদায় অভিযান, সাড়ে ৪ হাজার মিটার অবৈধ জাল জব্দ

হাটহাজারী সংবাদদাতা

১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার মিটার অবৈধ ভাসা জাল ও চরঘেরা জাল জব্দ করেছে নৌ-পুলিশ।

১৭ ও ১৮ সেপ্টেম্বর অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়।

হাটহাজারী উপজেলা মৎস্য অফিসার কর্মকর্তা মো. শওকত আলী বলেন, অভিযানে সাড়ে চার হাজার মিটার জাল জব্দ করা হয়। উদ্ধার জালের আনুমানিক মূল্য এক লাখ ৪৫ হাজার টাকা। জালগুলো বৃহস্পতিবার রাতে হাটহাজারীর উত্তর মার্দাশা রামদাস মুন্সিরহাটে পুড়িয়ে নষ্ট করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের লোকমান ও হালদা প্রকল্পের পাহারাদার মোহাম্মদ আলমগীর, মো. শহীদুল্লাহ ও মো. হোসাইন, আদিল ও প্রান্ত বড়ুয়া।

জানা গেছে, হাটহাজারী মৎস অফিস ও নৌ পুলিশ সাত্তার ঘাট ও কর্ণফুলীর মোহনায় অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ মিটার জাল করা হয়েছে। এসব জালের মধ্যে ছিল ৯টি চরঘেরা জাল ও ৩টি ভাসা জাল।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট