
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার গুরুত্বপূর্ণ একটি সড়ক দরবেশ হাট ডিসি সড়ক। লোহাগাড়া সদর থেকে শুরু হয়ে সড়কটি যুক্ত হয়েছে পার্বত্য বান্দরবান জেলার কয়েকটি উপজেলা। বর্ষা মৌসুম নামার পর থেকে বৃষ্টির পানি জমে ১৫ কিলোমিটারের সড়কটিতে কয়েক কিলোমিটারের অসংখ্য খানাখন্দে ভরে গেছে। ফলে প্রতিদিন ছোট, বড় দুর্ঘটনাসহ ছাত্র, ছাত্রী, রোগী ও নিয়মিত যাতায়াতকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কটিতে চলাচলকারী রিকশা, ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাসের যন্ত্রাংশ। ফলে নষ্ট গাড়ি মেরামত করতে গিয়ে বাড়তি খরচ গুনতে হচ্ছে চালকদের।
সরেজমিন দেখা যায়, সড়কটির দরবেশহাট, হোসাইনা পাড়া, নেওয়াজের টেক, এমচর হাট বাজার, মাস্টারপাড়া টার্নিং, গৌড়স্থান লাকী পাড়া, নয়াবাজার, গজালিয়া দিঘির পাড়, মনিরের টেক ও হাসনা ভিটাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় পিচ উঠে গেছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে ইট-পাথর। এইসব জায়গায় যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ভয়ে অনেক গাড়ি থেকে যাত্রী নেমে হেঁটে যাচ্ছে। বড় গর্তের কারণে যানবাহনগুলো খুব ধীরগতিতে চলছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় সড়কের এই বেহাল দশা। প্রতিদিন গাছ, বাঁশ ও বালুভর্তি শত শত ট্রাক চলে এ সড়কে। ধারণক্ষমতার চেয়ে বেশি লোড নিয়ে সড়কে গাড়ি চলার কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সাইফুল ইসলাম বলেছেন, সড়কটি অবস্থা খারাপ, আমি নিজেও সেটা দিয়ে চলাচল করতে সমস্যায় পড়ি। সড়কটি দ্রুত মেরামত করা হবে।
পূর্বকোণ/পিআর