চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ব্রিটিশ দম্পতির ব্যাগ ফেরত দিয়ে দুবাইয়ে সম্মাননা পেলেন ফটিকছড়ির আজিজ

ব্রিটিশ দম্পতির ব্যাগ ফেরত দিয়ে দুবাইয়ে সম্মাননা পেলেন ফটিকছড়ির আজিজ

ফটিকছড়ি সংবাদদাতা

১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ২:৫৬ অপরাহ্ণ

প্রবাসে থেকেও সততা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামের ফটিকছড়ির শাহনগর গ্রামের কৃতি সন্তান আজিজুদ্দীন তালুকদার (৩৬)। হারানো ব্যাগ মালিকদের কাছে ফিরিয়ে দিয়ে তিনি সম্মাননা পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশের কাছ থেকে।

 

পুলিশ জানায়, দুবাইয়ের নায়েফ গোল্ড সুক বাজারে কর্মরত আজিজ পেশাগত কাজের পাশাপাশি ভাড়ায় গাড়ি চালান। সোমবার রাতে তিনি এক ব্রিটিশ দম্পতিকে গাড়িতে করে আতানা হোটেলে পৌঁছে দেন। পথে আল বাশরা এলাকার একটি রেস্তোরাঁয় খাবার খেয়ে হোটেলে নামার সময় দম্পতি অসাবধানতাবশত গাড়িতে ফেলে যান একটি হাতব্যাগ।

 

ব্যাগটিতে ছিল পাসপোর্ট, ক্রেডিট কার্ড, একটি মোবাইল ফোনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র। বিষয়টি জানাজানি হলে পরদিন নায়েফ থানার ফোনে আজিজ ব্যাগসহ সেখানে হাজির হন। কর্তব্যরত পুলিশ কর্মকর্তা মোহামেদ ইয়াকুবের উপস্থিতিতে তিনি ব্যাগটি মালিকদের হাতে তুলে দেন।

 

ব্যাগ ফেরত পাওয়ার পর ব্রিটিশ দম্পতি কৃতজ্ঞতা স্বরূপ নগদ অর্থ দিতে চাইলে আজিজ তা গ্রহণ করেননি। তিনি জানান, আমি কেবল দায়িত্ববোধ থেকেই কাজটি করেছি।

 

ব্যক্তিগত সততা ও নৈতিকতার স্বীকৃতিস্বরূপ দুবাই পুলিশ আজিজকে সম্মাননা সনদ ও উপহার প্রদান করেছে। প্রবাসের মাটিতে এমন সততার দৃষ্টান্ত স্থাপন করে ফটিকছড়ির এই যুবক শুধু নিজের নয়, দেশেরও সুনাম উজ্জ্বল করলেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট