চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু
নিহত মো. শহিদুল ইসলাম।

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা , হাটহাজারী

১৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎ স্পৃষ্টে মো. শহীদুল ইসলাম (২৪) নামের এক ডেকোরেটর কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার ৪ নং ওয়ার্ডের আলীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম পৌরসভার ৮ নং ওয়ার্ড মিরেরখীল এলাকার বৈদ্দ্যের বাড়ির মো. শফির ছেলে।

 

পৌরসভার প্রধান শিক্ষক মো. সেলিম উদ্দিন রেজা বিদ্যুৎ স্পৃষ্টে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শহীদুল ইসলাম মীর নোয়াবুল মেমোরিয়াল হাই স্কুলের সাবেক শিক্ষার্থী।

 

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নিহত শহীদুল ইসলাম উল্লেখিত আলীপুর গ্রাম এলাকায় ডেকোরেটর কর্মী হিসেবে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

তার এমন মর্মান্তিক মৃত্যুর খবর গ্রামের বাড়িতে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট