চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

কেইপিজেড থেকে গাছ চুরির সময় গ্রেপ্তার ৪

কেইপিজেড থেকে গাছ চুরির সময় গ্রেপ্তার ৪

আনোয়ারা সংবাদদাতা

১৬ সেপ্টেম্বর, ২০২৫ | ৫:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড এলাকা থেকে গাছ চুরি করে কাটার সময় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) ইপিজেডের নর্থ ব্লকে অবস্থিত মরিয়ম আশ্রমের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার শিকলবাহা এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো.দিদারুল আলম (৩০), দৌলতপুর এলাকার মৃত আবুল সৈয়দের ছেলে জলিল (৩৮), মৃত নাসিমের ছেলে মো. ইসমাইল (৩৫) এবং শাহমীরপুর এলাকার মো. তৈয়বের ছেলে মো.তারেক (২২)।

 

পুলিশ সূত্রে জানা গেছে,অভিযানে তাদের কাছ থেকে একটি নসিমন ভ্যানগাড়ি, আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের দুটি আকাশমনি গাছের খণ্ড এবং গাছ কাটার বিভিন্ন হাতিয়ার জব্দ করা হয়েছে।

 

কোরিয়ান ইপিজেড পুলিশ ক্যাম্পের ইনচার্জ শওকত হোসেন জানান, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট