চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে ৫ কোটি টাকার ইয়াবা নিয়ে রোহিঙ্গা নারীসহ ৩ জন গ্রেপ্তার

টেকনাফে ৫ কোটি টাকার ইয়াবা নিয়ে রোহিঙ্গা নারীসহ গ্রেপ্তার ৩

টেকনাফ সংবাদদাতা

১৬ সেপ্টেম্বর, ২০২৫ | ৪:৫৭ অপরাহ্ণ

টেকনাফে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা নিয়ে রোহিঙ্গা নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ছোট হাবিব পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের বাসিন্দা মো. হাছানের স্ত্রী ইসমত আরা (২৪), হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকার মো. হাসানের ছেলে মো. আবদুর রহিম (৩০), টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিব পাড়ার মো. একরামের স্ত্রী শামীনারা বেগম (৩৬)। উদ্ধার ইয়াবার মুল্য প্রায় ৫ কোটি টাকা।

 

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আ.ম. ফারুক জানান, টেকনাফের ছোট হাবিব পাড়া এলাকা থেকে কিছু মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা অন্যত্র সরিয়ে নিচ্ছে; এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালায়। অভিযান চলাকালে টিনশেডের একটি বসতঘরের ভিতর থেকে রোহিঙ্গা নারীসহ তিন মাদক কারবারিকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তবে এসময় মো. হাসান (২৪) নামে একজন দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট