চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সাতকানিয়ায় পুত্রের ছুরিকাঘাতে বাবা খুন
প্রতীকী ছবি

সীতাকুণ্ডে সাগরে ভেসে এলো অর্ধ গলিত লাশ

সীতাকুণ্ড সংবাদদাতা

১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে একটি অর্ধ গলিত  লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বাঁশবাড়িয়া আকিলপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে কুমিরা নৌপুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড মধ্য আকিলপুর সাগর উপকূলে একটি অর্ধগলিত লাশ ভাসতে দেখে এলাকাবাসী নৌপুলিশে খবর দিলে কুমিরা নৌপুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাউছিয়া কমিটির সহযোগিতায় লাশটি উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করে।

সীতাকুণ্ডের কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ মোঃ ওয়ালী উদ্দিন আকবর জানান, উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ৯নং মধ্যম আকিলপুর সাগর উপকূল এলাকায় একটি অর্ধ গলিত লাশ জোয়ারের পানিতে ভেসে এসেছে বলে স্থানীয়দের কাছে খবর পেয়ে আমরা সেখানে পৌঁছে গাউছিয়া কমিটির সহযোগিতায় আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করি।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট