
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ জাতীয় শ্রমিক লীগ কালারমারছড়া ইউনিয়ন শাখার সভাপতি শহিদুল ইসলাম রিপন (৩৫) গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলাসহ অন্তত ১১টি মামলা রয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে মহেশখালী থানা পুলিশের একটি দল কালারমারছড়া ইউনিয়নের বরুয়া পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। শহিদুল ইসলাম রিপন কালারমারছড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আফজলিয়া পাড়ার বাসিন্দা।
পূর্বকোণ/আরআর/পারভেজ