আটক দালাল
চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দালাল আটক ও জরিমানা
কক্সবাজারের চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজন দালালকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একাধিক ক্লিনিক ও ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব জানান, মো. রফিকুল ইসলাম (৩৫) নামে এক দালালকে আটক করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়া লাইসেন্স না থাকা, অপরিষ্কার পরিবেশ ও অব্যবস্থাপনার কারণে এভারগ্রিন হাসপাতালকে ৫০ হাজার, ল্যাব হাউজ প্যাথলজিকে ১০ হাজার, হিলসাইড প্যাথলজি ল্যাবকে ১০ হাজার এবং হাসান ডেন্টাল কেয়ারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও দেখা যায়, এল কে ফার্মেসি ও হুমায়ুন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রয়েছে। এ কারণে যথাক্রমে ৫ হাজার ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত এ অভিযানে মোট ৮২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পূর্বকোণ/আরআর/পারভেজ