
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ শিশুপার্ক এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি।
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল গ্রামের বাসিন্দা সুলতান আহমদের ছেলে মোস্তাক আহমদ (৩৯) নামের এক মাদক পাচারকারীকে আটক করছে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহজনক অটোরিকশা আসতে দেখে টহলদল সেটির গতিরোধ করে। অটোরিকশার পেছনের এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ব্যাগ থেকে প্যাকেটে মোড়কজাত অবস্থায় ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার হাতে থাকা ১টি স্মার্টফোন, ১টি বাটন ফোন ও নগদ ৫ হাজার টাকাসহ ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়।
আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ