
চট্টগ্রামের লোহাগাড়ায় যানজট নিরসনে থানা পুলিশের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আমিরাবাদ বটতলী মোটর স্টেশনে মহাসড়কে এ অভিযান চালানো হয়।
এ সময় (চট্টগ্রাম-কক্সবাজার) মহাসড়কের পাশে অবৈধভাবে দখলে থাকা বিভিন্ন দোকান ও হকার উচ্ছেদ করা হয় এবং রাস্তা ও দোকানের সামনে থাকা ময়লা পরিষ্কার করা হয়। এ সময় অবৈধ দখলকারীদের সতর্ক করে দেওয়া হয় যাতে ভবিষ্যতে আর দখল না করে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুর রহমান বলেন, বটতলী শহরের যানজট নিরসনে অভিযান অব্যাহত থাকবে যাতে কেউ অবৈধভাবে মহাসড়ক দখল করতে না পারে।
এ সময় লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই জাহেদুল ইসলাম, লোহাগাড়া ট্রাফিক ইনচার্জ হাসানুজ্জামান হায়দার, এসআই মঈনুদ্দিন, লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ