চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

পূর্বকোণের সৌদিআরব প্রতিনিধির সঙ্গে ফটিকছড়ি প্রেস ক্লাবের মতবিনিময়

পূর্বকোণের সৌদিআরব প্রতিনিধির সঙ্গে ফটিকছড়ি প্রেস ক্লাবের মতবিনিময়

অনলাইন ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:৩৮ পূর্বাহ্ণ

দৈনিক পূর্বকোণের সৌদিআরব প্রতিনিধি কামাল পারভেজ অভির সঙ্গে মতবিনিময় সভায় আয়োজন করে ফটিকছড়ি প্রেস ক্লাব। গত শনিবার দুপুরে ফটিকছড়ি ডাক বাংলো মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি এস এম মোরশেদ মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু এখলাস ঝিনুকের উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন, ফখরুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাবের সহসভাপতি এমরান হোসেন ফরহাদ,সহ-সম্পাদক সাইফুর রহমান সোহান, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, ক্রীড়া সম্পাদক মোস্তফা কামরুল হোসেন, পাঠাগার সম্পাদক নাজিম উদ্দিন শাহনেওয়াজ,কাউছার সিকদার, মো. ইউনুচ, কার্যকরী সদস্য দৌলত শওকত, অস্থায়ী সদস্য আব্দুল কাদের চৌধুরী ও ফজলুল করিম।

 

বক্তারা বলেন কামাল পারভেজ অভি প্রবাসে শত ব্যস্ততার মধ্যে সুনামের সাথে বাংলাদেশিদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি আমাদের ফটিকছড়ি বাসীর গর্ব। শেষে ফটিকছড়ি প্রেসক্লাবের প্রবাসী সদস্য ও দৈনিক পূর্বকোণের সৌদিআরব প্রতিনিধি কামাল পারভেজ অভিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট