
চট্টগ্রামের আনোয়ারায় একটি বাড়িতে চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়।
শনিবার রাতে উপজেলার রায়পুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত দুজন হলেন, রায়পুর ইউনিয়নের আহমদ কবির মাস্টারের বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে মো. আজিজুর রহমান বাবুল প্রকাশ বাবু (৪১) ও একই এলাকার দুদু মিয়ার ছেলে মো. শওকত হোসেন (৩১।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, সম্প্রতি আনোয়ারায় একটি বাসার তালা ভেঙে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ বিশ হাজার টাকা চুরির একটি অভিযোগ আসে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুই চোরকে শনাক্ত করা হয়। পরে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পাশাপাশি চোরাই হওয়া মালামালও উদ্ধার করা হয়।
রবিবার (১৪ সেপ্টেম্বর) আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পারভেজ