চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

কাপ্তাইয়ে হাতির আক্রমণে দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা

কাপ্তাই সংবাদদাতা

১৩ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৪৭ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ের নৌবাহিনী সড়কে হাতির আক্রমণে একটি সিএনজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছে সিএনজিচালিত অটোরিক্সা চালক সিরাজুল ইসলাম।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাপ্তাই নৌবাহিনী সড়ক মাইচ্ছাঘোনা নামক এলাকায় এই ঘটে।

চালক সিরাজুল ইসলাম জানান, কাপ্তাই নৌবাহিনী স্টেশন হতে শুক্রবার সন্ধ্যায় কাপ্তাই নতুনবাজার আসার পথে একদল বন্যহাতি সড়কে নেমে এসে গাড়ির ওপর হামলা করে। আমি গাড়ি থেকে দৌড়ে নেমে প্রাণে রক্ষা পেলেও হাতির দল অটোরিকশাটি ভেঙে চুরমার করে দেয়। পরে অন্য লোকদের সহযোগিতায় গাড়িটি উদ্ধার করে নিয়ে আসি।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, আমদের আওতায় নিয়ম অনুযায়ী পড়লে আমরা ক্ষতিগ্রস্ত চালককে সরকারি অনুযায়ী সহযোগিতা করব।

পূর্বকোণ/কবির/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট