চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ স্যালাইন
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ স্যালাইন

কাউখালী সংবাদদাতা 

১২ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৪৯ অপরাহ্ণ

রাঙামাটি কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীর শরীরে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করার মুহূর্তে রোগীর স্বজন দেখে ফেলাতে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকাল ৪টায় কাউখালী উপজেলা স্ব্যস্থ কমপ্লেক্সে দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী ওই রোগীর উপজেলা ঘাগড়া ইউনিয়নের কাশখালী এলাকার মো. আব্দুল্ল্যাহ আল মামুনের স্ত্রী শারমিন আক্তার বলে জানা গেছে।

 

রোগীর স্বামী মো. আব্দুল্ল্যাহ আল মামুন অভিযোগ করেন, শুক্রবার বিকেলে তার স্ত্রী হটাৎ অজ্ঞান হয়ে পড়লে কাউখালী উপজেলা স্ব্যস্থ কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ সময় হাসপাতালের চিকিৎসক বিভিন্ন ওষুধ ও স্যালাইন দেন। পরে স্যালাইন পুশ করার সময় মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেখতে পান।

 

এ সময় কর্মরত নার্স চন্দনা চাকমাকে বললে তিনি রোগীর স্বজনের সাথে তর্কে জড়ান। স্যালাইনের প্যাকেটে মেয়াদোত্তীর্ণের তারিখ ২৫ জুলাই ২০২৫ অর্থাৎ ২ মাস আগে মেয়াদ শেষ হয়েছে। কর্মরত সিনিয়র স্টাফ নার্স চন্দনা চাকমা বলেন, ‘একজন রোগীকে যে স্যালাইন দেওয়া হচ্ছিল, এটা সরকারি স্যালাইন ছিল। রোগীকে স্যালাইন দেওয়ার সময় আমি খেয়াল করিনি। এর পর রোগীর স্বজন আমার হাত থেকে নিয়ে দেখান যে স্যালাইনের মেয়াদ দুই মাস আগেই শেষ হয়েছে। আমি খেয়াল করিনি আমি আয়াকে বলেছিলাম সেলাইনটি আনতে।

 

কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিবলী সফিউল্লাহকে মেয়াদোত্তীর্ণ স্যালাইনের বিষয় জানানো হলে তিনি কীভাবে ঘটল ঘটনাটি জানার চেষ্টা করছেন বলে জানান। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান জানান, সরকারী হাসপাতালে মেয়াদোত্তীর্ণ স্যালাইন থাকা দুঃখজনক।আমরা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেব। সরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ স্যালাইন থাকাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট