
কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। স্টেডিয়ামের প্রবেশদ্বার ভেঙে হাজারো দর্শক মূল মাঠে ঢুকে পড়ায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন, পুলিশ, র্যাব, আনসার এবং এমনকি সেনাবাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দকেও হিমশিম খেতে হচ্ছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কক্সবাজারের রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে খেলা শুরুর বহু আগে থেকেই স্টেডিয়াম এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দর্শকরা জানান, ৫০ টাকা মূল্যের টিকিট ১০০ থেকে ৪০০ টাকায় বিক্রি করা হলেও তাদের মাঠে প্রবেশে বাধা দেওয়া হচ্ছিল। অতিরিক্ত টাকা দিয়েও ঢুকতে না পেরে উত্তেজিত জনতা একপর্যায়ে প্রবেশদ্বার ভেঙে মাঠের ভেতরে ঢুকে পড়ে।
মুহূর্তের মধ্যে পুরো মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়, যা দর্শকদের নিরাপত্তা ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে দিয়েছে। দর্শকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আয়োজকদের দুর্বল ব্যবস্থাপনা এবং টিকিটের অতিরিক্ত মূল্য এই বিশৃঙ্খলার মূল কারণ। সাব্বির নামের এক দর্শক বলেন, “২০০ টাকা দিয়ে টিকিট কিনেও এক ঘণ্টা গেটে দাঁড়িয়ে ছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি।” আরেকজন দর্শক রহিম বলেন, “এই ভিড় আর ধাক্কাধাক্কিতে বাচ্চা সামলানো দায় হয়ে গিয়েছিল। আয়োজকদের কোনো প্রস্তুতিই ছিল না।”
এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) জেলা প্রশাসক, আয়োজক কমিটি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাইকে বারবার দর্শকদের মাঠ থেকে সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছিলেন। কিন্তু মাঠে বিপুল সংখ্যক দর্শকের অবস্থানের কারণে খেলা শুরু করা এখনও সম্ভব হয়নি, যা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।
পূর্বকোণ/এরফান/এএইচ