চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে প্রশিক্ষিত কুকুরের সহায়তায় ইয়াবাসহ যুবক আটক
উদ্ধার ইয়াবাসহ আটক যুবক

টেকনাফে প্রশিক্ষিত কুকুরের সহায়তায় ইয়াবাসহ যুবক আটক

 টেকনাফ সংবাদদাতা

১১ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৪১ অপরাহ্ণ

টেকনাফের শীলখালী বিজিবি চেকপোস্টে প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশী করে এক হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। আটক যুবক টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিদ আহমদের ছেলে মোহাম্মদ সরওয়ার (২৫)।

 

৬৪ বিজিবির অধিনায়ক ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি ১১ সেপ্টেম্বর রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী ‘ঝিনুক পরিবহন’ মিনিবাসটি শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় যাত্রীবেশে থাকা এক ব্যক্তিকে সন্দেহ হলে বিজিবি সদস্যরা ডগ জ্যাকের সহায়তা নেন। কুকুরটির ইঙ্গিতের ভিত্তিতে মিনিবাসের সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো ৫টি প্যাকেট উদ্ধার করা হয়। এতে মোট ১ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাদক শনাক্তকারী প্রশিক্ষিত কুকুর সিপাহী ডগ জ্যাক, যাকে ইতোমধ্যে একাধিক সফল অভিযানে ব্যবহার করেছে বিজিবি। আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবা আইনগত ব্যবস্থা শেষে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট