চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

বোয়ালখালীতে কাঠের বিকল্প সেতু ভেঙে রিকশাসহ চালক খালে
কাঠের বিকল্প সেতু

বোয়ালখালীতে কাঠের বিকল্প সেতু ভেঙে রিকশাসহ চালক খালে

বোয়ালখালী সংবাদদাতা

১০ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:২২ অপরাহ্ণ

বোয়ালখালী উপজেলার সৈয়দ খালের ওপর নির্মিত কাঠের বিকল্প সেতু ভেঙে খালে পড়ে গেছে ব্যাটারি রিকশা। এতে রিকশা চালক মো. সোহেল আহত হন।

 

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে সৈয়দ খালের ওপর নির্মিত কাঠের সেতু দিয়ে ব্যাটারি চালিত রিকশাটি পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। সেতুটি দিয়ে চরণদ্বীপ ও খরণদ্বীপ গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন।

 

জানা গেছে, গত ৪ বছর পূর্বে সৈয়দ খালের ওপর পাকা সেতু নির্মাণাধীন থাকায় এই কাঠের বিকল্প সেতুটি নির্মাণ করা হয়েছিলো।

 

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের (ইউপি) সদস্য মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, চরণদ্বীপ থেকে রিকশা চালিয়ে খরণদ্বীপ আসছিল চালক সোহেল। সে কাঠের সেতুটি পার হওয়ার সময় ভেঙে রিকশাসহ খালে পড়ে যায়। এতে সোহেল সামান্য আহত হয়েছে।

 

সেতুটি ভেঙে যাওয়ায় বাসিন্দাদের ভোগান্তি বাড়বে জানিয়ে হাসান বলেন, এলাকাবাসীকে বিকল্প সড়ক ঘুরে যাতায়াত করতে হবে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট