
সেন্টমার্টিনদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে টেকনাফ ঘাটে ফেরার পথে ৪০ জন জেলেসহ ৫টি ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমার আরাকান আর্মি। ১০ সেপ্টেম্বর বিকালে সেন্টমার্টিনদ্বীপ সংলগ্ন দক্ষিণ থেকে মাছ শিকার করে ফেরার পথে তাদের ধরে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ পৌরসভা কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাদাত হোসেন।
তিনি বলেন, সেন্টমার্টিনদ্বীপ দক্ষিণ থেকে মাছ শিকার করে টেকনাফ কায়ুকখালী বোট ঘাটে ফেরার পথে সাগরের মাঝপথে মিয়ানমার আরাকান আর্মি স্পিডবোট করে ইউনুছ ও দেলোয়ারের মালিকানাধীন ট্রলার দুইটি আটক করে ধরে নিয়ে গেছে। আটককৃত ইউনুছের ট্রলারে ৮ জন ও দেলোয়ারের ট্রলারে ৭ জন জেলে রয়েছে। অপর ৩টি ট্রলারের মালিক কারা তা তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পূর্বকোণ/আরআর/পারভেজ