
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টায় বালুখালী বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় অবস্থান নেন। এ সময় সময় মিয়ানমার হতে ১০ থেকে ১৫ জন সন্দেহভাজন মাদক ব্যবসায়ী বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে বিজিবির মুখোমুখি হয়। এরমধ্যে ৬-৭ জনকে শনাক্ত করতে পেরেছে বিজিবি। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা প্রদর্শন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। পরে বিজিবির ধাওয়া খেয়ে খালে ঝাঁপিয়ে পড়ে ও সাঁতরে মায়ানমারের দিকে চলে যায়।পরে তল্লাশি চালিয়ে খালের পাড়ে পাওয়া সাদা পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট থেকে ২ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ