চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

বান্দরবানে মারমা বাজারে অবৈধ টোল আদায় বন্ধের নির্দেশ

বান্দরবানে মারমা বাজারে অবৈধ টোল আদায় বন্ধের নির্দেশ

বান্দরবান সংবাদদাতা

১০ সেপ্টেম্বর, ২০২৫ | ১:৩২ অপরাহ্ণ

বান্দরবানের ঐতিহ্যবাহী মারমা বাজারে অবৈধ টোল আদায় বন্ধের আদেশ দিয়েছেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই।

 

বুধবার (১০ সেপ্টেম্বর) থানজামা লুসাই বাজার পরিদর্শনের পর স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তিনি এই আদেশ দেন।

 

জানা গেছে, আগের দিন মঙ্গলবার ব্যবসায়ীরা অবৈধ টোল বন্ধে জেলা পরিষদে স্মারকলিপি দেন। বাজার ফান্ডের নামে সাধারণ ব্যবসায়ীদের থেকে টোল আদায় বন্ধের দাবি জানান তারা।

 

বাজার পরিদর্শন শেষে জেলা পরিষদ চেয়ারম্যান জানান, টোলের নামে আদায়কৃত অর্থের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। সাধারণ ব্যবসায়ীদের কথা চিন্তা করে অবৈধ টোল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রামে মূলত বাজার ফান্ড টোল আদায় করে। কিন্তু এটি মৌজার জায়গা হওয়ায় এই টোল আদায় অবৈধ ঘোষণা করা হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং মারমা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আবুল মনসুর, সদস্য নাসিরুল আলম, আদিবাসী ফোরামের সভাপতি ডা. মং উষাথোয়াই মারমা, বিএনপি নেতা চনুমং মারমা, সাবেক কাউন্সিলর দিলীপ বড়ুয়া প্রমুখ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট