
কুতুবদিয়ায় জল ভেবে অসাবধানতাবশত তারপিন তেল পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে ৪ বছরের সাজিদ আব্দুল্লাহ ও আড়াই বছরের সাওদা নূর।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ধুরুং বাজারের পশ্চিমে নয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
অসুস্থ শিশুদের পিতা দেলোয়ার হোছাইন বিষয়টি নিশ্চিত করে জানান, ওইদিন বাড়ির দ্বিতীয় তলায় রং লাগানোর কাজে নিয়োজিত ছিল একদল মিস্ত্রি। বাড়ির সবার অজান্তে সে সময় নিচ থেকে দু’তলায় উঠে ভুলবশত তারপিন তেল পান করে তার দুই শিশু।
ঘটনার মিনিট কয়েক পর বমি ও অতিরিক্ত শ্বাসকষ্টের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাদের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান বলেন, তারপিন তেল পান করলে শরীরে মারাত্মক বিষক্রিয়ার ফলে প্রাণঘাতীও হতে পারে। তবে শিশু দু’টি আশঙ্কামুক্ত। এ প্রতিবেদন লিখা পর্যন্ত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে বলে জানান তিনি।
পূর্বকোণ/এএইচ