
চট্টগ্রামের চন্দনাইশে বালু ভর্তি ডাম্পার ট্রাকের ধাক্কায় মো. সম্রাট (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিওসির মোড় দোহাজারী বিদ্যুৎ অফিসের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সম্রাট সাতকানিয়ার পূর্ব নলুয়া মরফলাবাজার এলাকার আবু তাহেরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্রাট মোটরসাইকেল যোগে দোহাজারী পৌরসভায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ডাম্পার বাইকে ধাক্কা দিলে সম্রাট মহাসড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. টিপু মজুমদার মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, দুর্ঘটনাকবলিত বালু ভর্তি ডাম্পার উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/আরআর/এএইচ