
চট্টগ্রামের মিরসরাইয়ে কলেজ রোড এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় মিরসরাই কলেজ গেট থেকে ফুটওভার ব্রিজ পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা ও তৈরির অভিযোগে একটি হোটেলকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ব্যবসায়ীরা বলেন, আমরা পৌরসভাকে টাকা দিয়ে দোকান বসিয়েছি। প্রতিদিন বাজার ইজারাদার টোল নিয়ে যায়।মূলত যানজট সৃষ্টি হয় ব্যাটারিচালিত রিকশার কারণে। আমরা চাই আমাদের পুনর্বাসন করা হোক। না হলে পরিবার নিয়ে অনাহারে থাকতে হবে।
মিরসরাই পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্টেট আলাউদ্দিন কাদের বলেন, দীর্ঘ দিন ধরে মিরসরাই কলেজ রোড এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছে কিছু অসাধু ব্যবসায়ী। ফুটপাত দখলের ফলে শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জনস্বার্থে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/আরআর