চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

ফটিকছড়িতে সোশ্যাল ইসলামী ব্যাংক শাখায় তালা, দুশ্চিন্তায় গ্রাহকরা

ফটিকছড়িতে সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখায় তালা, দুশ্চিন্তায় গ্রাহকরা

ফটিকছড়ি প্রতিনিধি

৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৫:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাটে সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখায় হঠাৎ তালা ঝুলিয়ে দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর থেকে ব্যাংকের প্রধান প্রবেশদ্বারের গ্রিলের পেছনে (ব্যাংক প্রান্ত) তালাবদ্ধ করেন শাখা কর্তৃপক্ষ। এ সময় ব্যাংকে আসা গ্রাহকরা লেনদেন করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।

 

কয়েকজন গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা ভবিষ্যতের নিশ্চয়তার জন্য এই ব্যাংকে টাকা রেখেছি। আমাদের গচ্ছিত টাকা নিয়ে আমরা শঙ্কিত। এখন নিজের টাকাই তুলতে পারছি না। ব্যাংক যদি এভাবে তালা ঝুলিয়ে রাখে, তাহলে আমরা কোথায় যাব?”

 

গ্রাহকরা বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

 

উক্ত শাখার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, শাখায় লেনদেন করার মতো পর্যাপ্ত টাকা না থাকায় কার্যক্রম বন্ধ করে তালা দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে জানতে শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি নিজেকে অসুস্থ দাবি করে তালাবদ্ধ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে কথা বলবেন বলে জানিয়েছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট