চট্টগ্রাম রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

লোহাগাড়ায় পল্লী বিদ্যুৎ কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ভোগান্তি বাড়ছে গ্রাহকের

লোহাগাড়ায় পল্লী বিদ্যুৎ কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

লোহাগাড়া সংবাদদাতা

৮ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৫০ অপরাহ্ণ

পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণসহ চার দফা দাবিতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরবি)  কর্মকর্তা-কর্মচারীরা। ফলে  বিল দেওয়াসহ নানা ধরনের সেবা নিতে আসা গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন।

 

৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০টায় লোহাগাড়া বিআরবি জোনাল অফিসে গিয়ে দেখা যায়, দপ্তরের কাজ বন্ধ রেখে কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন।

 

জরুরি সেবা নিতে আসা গ্রাহক মো. হোসেন বলেন, আমি এসেছিলাম সেবা নিতে এসে ঘণ্টাখানেক অপেক্ষা করেও অফিসে কাউকে পাইনি। এখন ফিরে যাচ্ছি। আমার মতো আরও অনেকেই সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন। আমরা এই ভোগান্তি থেকে মুক্তি চাই।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী বলেন, এটা আমাদের ন্যায্য দাবি। দাবি মেনে নেওয়া না হলে কর্মবিরতির কর্মসূচি অব্যাহত থাকবে।

 

এদিকে হঠাৎ কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন উপজেলার সাধারণ গ্রাহকরা। বিদ্যুতের সংযোগ, মেরামত ও অন্যান্য সেবামূলক কাজে স্থবিরতা দেখা দিয়েছে। ফলে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। স্থানীয়রা দ্রুত এই সমস্যার সমাধান করে বিদ্যুৎ সেবা স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

 

জানতে চাইলে লোহাগাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রফিকুল ইসলাম খান বলেন, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী ছুটির আবেদন দিয়ে চলে গেছেন। এখন যারা আছেন, তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে। ফলে এই অঞ্চলে বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালনে বড় আকারে কোনো প্রভাব পড়েনি। কিন্তু কর্মকর্তা-কর্মচারীরদের আন্দোলন দীর্ঘ ও অনুপস্থিতির সংখ্যা বেশি হলে তা আর সম্ভব হবে না, যোগ করেন তিনি।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট