চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

হাতির জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু, আহত ২

হাতির জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু, আহত ২

আনোয়ারা সংবাদদাতা 

৮ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হাতির আক্রমণ ঠেকাতে স্থাপন করা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদ খান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন আমির খান (২০) ও মেহেরুন্নেসা বাহান্নী (৩৫)। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ি পাহাড় সংলগ্ন এক্কুদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

 

নিহতের খালাতো ভাই শাকিল বলেন, প্রতিদিনের মতো জাহেদ গরু নিয়ে বিলে যায়। এ সময় তিনি স্থানীয় জাফর মাস্টারের ছেলের স্থাপন করা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে  দ্রুত উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জাহেদকে মৃত ঘোষণা করেন। তাকে বাঁচাতে গিয়ে আমির ও মেহেরুন্নেসা নামের  আরও দুজন আহত হন।

 

এ বিষয়ে বাঁশখালী জলদি রেঞ্জের বন কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, হাতির আক্রমণ ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ বসানো সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রম প্রাণহানির ঝুঁকি তৈরি করে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

অন্যদিকে বিকেল ৩টায় উপজেলার বরুমচড়ায় পাকা দালানের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হানিফ (২০) নামের আরেক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর গ্রামের হায়দার আলীর বাড়ির আবু তাহেরের ছেলে৷

 

এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, বৈরাগের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এছাড়া বরুমচড়ার ঘটনাটি শুনেছি উক্ত ঘটনারও তদন্ত করা হচ্ছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট