চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

টেকনাফে তিন কৃষক অপহরণ: মুক্তিপণ দিয়ে ফিরলেন বাড়ি

টেকনাফে তিন কৃষক অপহরণ: মুক্তিপণ দিয়ে ফিরলেন বাড়ি

টেকনাফ সংবাদদাতা

৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৩৫ অপরাহ্ণ

কক্সবাজরের টেকনাফ উপজেলার বাহারছড়ায় অপহরণের চারদিন পর পর মুক্তিপণ দিয়ে ঘরে ফিরেছেন তিন কৃষক। রবিবার (০৭ সেপ্টেম্বর) মুক্তিপণ বাবদ ২ লাখ ৭০ হাজার টাকা পরিশোধের পর অসুস্থ শরীর নিয়ে বাড়ি ফেরেন তারা।

 

ভুক্তভোগীরা হলেন ইউনিয়নের চৌকিদার পাড়া এলাকার মো. আব্দুল্লাহর ছেলে মো. আলী (৩২), আবুল মনজুরের ছেলে রহমত উল্লাহ (১৬) এবং আব্দুস সালামের ছেলে সুলতান আহমদ (৩৪)।

 

অপহরণের শিকার কৃষকদের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর সকালে কৃষক মো. আলীকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। দুপুরে ক্ষেত-খামারে যাওয়ার সময় রহমত উল্লাহ এবং পানের বরজে কাজ করার সময় সুলতান আহমদকে একই কায়দায় অপহরণ করে একটি চক্র। অপহরণের পর তাদের তিনজনকে পাহাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ৭২ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রেখে নির্যাতনের পাশাপাশি ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।পরে ২ লাখ ৭০ হাজার টাকায় রাজি হয় অপহরণকারীরা।

 

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল পাহাড়ের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালায়। পুলিশের অভিযানের চাপের মুখে পড়ে অপহৃত তিনজনকে পাহাড়ের জমিদারঘোনা নামের এলাকায় রেখে যায় অপহরণকারীরা। পরে পুলিশ তাদের উদ্ধার করেছে। তারা বর্তমানে চিকিৎসার জন্য হাসপাতালে রয়েছে।

 

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, অপহরণ হওয়া তিন কৃষক বাড়ি ফেরার খবর পেয়েছি। তবে মুক্তিপণ বিষয়ে আমরা জানি না।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট