
চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ১ জনকে আটক করেছে। গতকাল ৮ সেপ্টেম্বর বিকালে উপজেলার হাশিমপুর খানবটতল ওলির পাড়ার আহম্মদ মিয়ার ছেলে মো. সাগর (২৮)কে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক, ১টি দা, ২টি ছুরি ও গান পাউডার উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে চন্দনাইশ থানায় অস্ত্র মামলা দায়ের করেন।
থানা অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মো. সাগর নামে এক ব্যক্তিকে ২টি একনলা বন্দুক, দা, ছুরি ও গান পাউডারসহ আটক করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করে তাকে আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ